ওড়িশার বিপক্ষে জয় ছাড়া ভাবছেন না দিয়াজ

পানাজি, ২৯ নভেম্বর: লীগে প্রথম জয়ের লক্ষ্যে মরীয়া এসসি ইস্টবেঙ্গল। আগামীকাল তারা তিলক ময়দান স্টেডিয়ামে ওড়িশার বিপক্ষে মুখোমুখি হচ্ছে ।
প্রসঙ্গত আগের ম্যাচে বেঙ্গালুরু এফ সির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল ওড়িশা। আগামীকাল জাভি হার্নান্দেজ এর উপর নির্ভরশীল ওড়িশা যখন জয়ের ধারা অব্যহত রাখতে চাইছে সেক্ষেত্রে গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হারের ধাক্কা সামলে ওঠার লক্ষ্যে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল।
তাই জয় ছাড়া আর কোনো পথ নেই বললেন লালহলুদ কোচ। তাঁর অকপট স্বীকারোক্তি ডার্বি ম্যাচ তার ফুটবলারদের কাছে শারীরিক এবং মানসিক দু দিক থেকে একটা তিক্ত অভিজ্ঞতা। এই ধাক্কা সামলে ওঠার জন্য যথেষ্ট সময় পাওয়া গেলো না। কারণ মোহনবাগান ম্যাচ -এর পর মাত্র একদিনের ব্যাবধানে ওড়িশার মুখোমুখি হতে হচ্ছে।
তবে মোহনবাগান ম্যাচে বার্থ হওয়ার সত্ত্বেও তার স্ট্রাইকারদের পাশে দাঁড়ালেন দিয়াজ। তাঁর যুক্তি ফরওয়ার্ডরা সেরকম সুযোগ পায়নি, সুযোগ সৃষ্টি করতেও পারে নি দল।
কালকের ম্যাচে স্ট্রাটেজি কি হবে? লাল হলুদ কোচের সরাসরি জবাব প্রথম ম্যাচের ভালো দিকটাতে মনোসংযোগ করছি, অবশ্যই গত ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চাইছি।